মধ্যপ্রাচ্য নীতিতে ফ্রান্সের ‘দ্বৈত মানদণ্ড’ নেই: ম্যাক্রোঁ

আপডেট : ২৮ মে ২০২৫, ০৩:১৭ পিএম

মধ্যপ্রাচ্য নীতিতে ফ্রান্সের কোনো ধরনের ‘দ্বৈত মানদণ্ড’ নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।তিনি বলেন,ইসরায়েল ও ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে নিজের অবস্থান সম্পর্কে আবারও ব্যক্ত করেছেন।

বুধবার (২৮ মে) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

কূটনীতিক ও বিশ্লেষকদের মতে, ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পথে এগিয়ে যাচ্ছেন, যা ইসরায়েলের বিরাগভাজন হতে পারে এবং পশ্চিমা বিশ্বে বিভক্তি আরও বাড়াতে পারে।

ইন্দোনেশিয়া সফরকালে ম্যাক্রোঁ জানান, সৌদি আরবের সঙ্গে মিলে আমরা খুব শিগগিরই নিউ ইয়র্কে গাজা বিষয়ক একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছি। এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে- ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় গতি আনা, একইসঙ্গে ইসরায়েল রাষ্ট্রের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থানের অধিকারকে স্বীকৃতি দেওয়া। সূত্র: আল জাজিরা

 

RA/SN
আরও পড়ুন