ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্প শুধু পুতিনের চাওয়া পূরণ করেছেন: জেলেনস্কি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাওয়া পূরণ করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মন্তব্য করেন।

জেলেনস্কি বলেন, এটা দুঃখজনক যে ইউক্রেন সেই বৈঠকে উপস্থিত ছিল না। আমি মনে করি, ওই বৈঠকের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে ঠিক সেটাই দিয়েছেন, যা তিনি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ।

মস্কো ও কিয়েভের মধ্যকার চলমান সংঘাত নিরসনে শান্তি চুক্তির সম্ভাবনা তৈরির উদ্দেশ্যে গত ১৫ আগস্ট আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও চুক্তির বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, তবে উভয় পক্ষই বৈঠকটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যা দেয়।

কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, এই বৈঠকের মাধ্যমে পুতিন এখন আমেরিকার সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে হবে, বিশেষ করে যেসব ইউরোপীয় দেশ এখনো রুশ তেল ও গ্যাস আমদানি করছে তাদের এই অবস্থান অন্যায়।

এদিকে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে রাশিয়া প্রথমবারের মতো কিয়েভের প্রধান সরকারি ভবনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাতভর চালানো এই আক্রমণে ৮০০টির বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা অন্তত ৩৭টি স্থাপনাকে আঘাত করে। এতে চারজন নিহত হন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে।

জেলেনস্কি এই হামলাকে নিষ্ঠুর অপরাধ হিসেবে আখ্যা দিয়ে পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়া এখন পুরো বিশ্বকে পরীক্ষা করছে।

অন্যদিকে ইউক্রেন পাল্টা আক্রমণে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায়। কৌশলগত এই স্থাপনাটিতে মারাত্মক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

মস্কো পাল্টা বিবৃতিতে জানিয়েছে, তারা নিজেদের আকাশসীমায় ৬৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনাগুলো আরও জটিল ও অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও আন্তর্জাতিক মহল শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে, বাস্তবে সংঘাত দিন দিন আরও তীব্র হচ্ছে।

এদিকে ট্রাম্প রোববার (৭ সেপ্টেম্বর) ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে তিনি প্রস্তুত। ইতোমধ্যে তিনি ভারতের ওপর রুশ তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছেন।

সূত্র: এবিসি নিউজ, আরটি, রয়টার্স

DR/AHA
আরও পড়ুন