গাজামুখী ফ্লোটিলা থেকে সরে দাঁড়ালো ইতালি

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এএম

গাজায় সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌ-অভিযান ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে সরে দাঁড়িয়েছে ইতালি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর ইতালীয় যুদ্ধজাহাজ আর বহরটির সঙ্গে থাকবে না। এতে ফ্লোটিলার যাত্রীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়বেন। 

৪০টির বেশি নৌকা ও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে গঠিত এই বহরে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের নাগরিক। তাদের লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় সরাসরি মানবিক সহায়তা পৌঁছানো।

ইতালি প্রস্তাব দিয়েছিল, ফ্লোটিলা যেন সাইপ্রাসে থেমে সহায়তা পাঠায়। তবে সংগঠকরা তা প্রত্যাখ্যান করে জানিয়েছে, ‘আমাদের যাত্রা চলবেই।’

গত সপ্তাহে গ্রিস উপকূলে বহরটি ড্রোন হামলার শিকার হয়। ফ্লোটিলা সদস্যরা এর জন্য ইসরায়েলকে দায়ী করলেও তেলআবিব তা অস্বীকার করেছে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো মূল্যে তারা গাজায় ফ্লোটিলার পৌঁছানো ঠেকাবে।

ফ্লোটিলার ইতালীয় মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া বলেন, আজ রাতেই ইসরায়েল আমাদের আক্রমণ করতে পারে। ইতালির প্রতিরক্ষামন্ত্রীও মনে করছেন, নৌবহরটি থামিয়ে সদস্যদের আটক করা হবে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আর পোপ লিও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

NB/SN