ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ভোটগ্রহণ

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৪৬ পিএম

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৯ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় পার্লামেন্টে ভোটগ্রহণ শুরু হয়।

জাতীয় পরিষদ এবং সিনেট সদস্যরা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে শক্তিধর প্রার্থী পাকিস্তান পিপলস পার্টির সহসভাপতি আসিফ আলি জারদারি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোটের মেহমুদ খান আচাকজাই।

নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার কথা জানিয়েছে মাওলানা ফজলুর রেহমানের দল জমিয়তে উলেমায়ে ইসলাম ফজল (জেইউআইএফ) এবং জামায়াতে ইসলামীর (জেআই) পার্লামেন্ট সদস্যরা। ফলে পিপিপির নেতা জারদারি প্রায় ৪০০ ভোট পেতে পারেন। অন্যদিকে আচাকজাই দুই শতাধিক ভোট পেতে পারেন। সূত্র: ডন, জিও নিউজ

MB/FI
আরও পড়ুন