ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৯০ ফ্লাইট বাতিল!

আপডেট : ০৯ মে ২০২৪, ০৯:৫৮ এএম

ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৯০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। কেবিন ক্রু সংকটের কারণে মঙ্গলবার (৭ মে) রাতে এসব ফ্লাইট বাতিল করা হয়। বুধবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্মচারীদের একটি অংশের সঙ্গে ব্যবস্থাপনা বিভাগের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে কেবিন ক্রুরা গণহারে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেয়। এতেই সংকট দেখা দেয় এবং মঙ্গলবার রাত থেকে ৯০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র বলেন, মঙ্গলবার রাত থেকে প্রায় ৩০০ ঊর্ধ্বতন কেবিন ক্রু অসুস্থ হওয়ার খবর দেয় এবং তাদের ফোন বন্ধ করে রাখে। গণহারে তাদের এই ছুটি নেওয়ার কারণে ৯০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। এতে অনেক যাত্রী আটকা পড়েছেন। আমরা যাত্রীদের এই ভোগান্তি দূর করার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের যাত্রীদের কাছে এই অপ্রত্যাশিত দুর্ভোগের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সূত্র: এনডিটিভি

SN/FI
আরও পড়ুন