ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এক্সিট পোলের তথ্য বিজিপির তৈরি: মমতা

আপডেট : ০৩ জুন ২০২৪, ১০:১৯ এএম

ইতোমধ্যে শেষ হয়েছে ভারতে লোকসভা নির্বাচন। এখন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষা। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই এক সমীক্ষা বিজেপিকে এগিয়ে রেখেছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে বিজেপি জিততে চলেছে। এমনকি পশ্চিমবঙ্গে রাজ্যটির শাসক দল তৃণমূলের চেয়েও এগিয়ে বিজেপি।

তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব সমীক্ষা মানতে রাজি নন। তিনি বলেছেন, এই এক্সিট পোলে তিনি বিশ্বাস করেন না। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা এমনটা জানান বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণ শেষ হতেই বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থার এক্সিট পোল দেখে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, এক্সিট পোলগুলোর তথ্য ভুল। এই এক্সিট পোলগুলো দুই মাসে আগেই তৈরি হয়ে গিয়েছিল। এগুলো সব বিজেপির তৈরি করা।

ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে মমতা বলেন, ‘আমি এরকম কোনও কথা বলতে পারি না। অন্য রাজ্যের তথ্য নেই আমার কাছে, কিন্তু নিজের রাজ্যের কথা বলতে পারি। যেভাবে আমরা গরমে কাজ করেছি। সিটগুলো নিয়ে পর্যন্ত বলছে, এই সিটে হারছে, ওই সিটে হারছে। তার মানে কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছিল। জানল কী করে কোন সিটে কে জিতছে, কে হারছে।’

তার ভাষায়, ‘যারা মোদীজিকে জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টেজে, তাদের বলছি, এত সহজ অংকে পার পাওয়া যাবে না। এই সরকার কত দিন চলবে, সন্দেহ আছে।’

HK/FI
আরও পড়ুন