ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, ৫ সেনা নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:৪২ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরে ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বারের মতো সামরিক বাহিনীর টহলে থাকা একটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনা ঘটছে। এই হামলার পাঁচজন ভারতীয় সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার (৮ জুলাই) বিকেলে কাঠুয়া জেলার প্রত্যন্ত মাচেদি এলাকায় এ হামলা হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে একটি গ্রেনেড ছোঁড়ে এবং এলোপাতাড়ে গুলি চালায়। সেনা সদস্যরা আক্রমণের পাল্টা জবাব দিলে সন্ত্রাসীরা নিকটবর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরে বিচ্ছিন্নতাবাদীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সেখানে তিনজন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৪৮ ঘণ্টায় জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ওপর এটি তৃতীয় হামলা। এ হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর টাইগার নামে একটি গোষ্ঠী। এর আগে রোববার (৭ জুলাই) রাজৌরি জেলায় সেনা ক্যাম্পে হামলা হলে এক সেনা আহত হন। সূত্র: এনডিটিভি

HK/FI
আরও পড়ুন