উত্তপ্ত মণিপুর, এবার সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে হিংসাত্মক কাজ চলছেই। মেইতেই ও কুকি সম্প্রদায়ের সংঘাতে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এবার দেশটির সাবেক এক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালের দিকে মণিপুরের একটি বাফার জোন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, লালবই মেইতে নামে ওই সাবেক সেনাসদস্য ভুল করে মেইতেই ও কুকিদের ওই বাফার জোনে ঢুকে পড়েছিলেন। পরে একদল উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে।

মণিপুরে সহিংসতা শুরু হয় গত বছরের ৩ মে থেকে। ১৬ মাস পেরিয়ে গেলেও সেখানে শান্তি ফিরে আসেনি। গত সপ্তাহ থেকে রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং এতে এখন পর্যন্ত মারা গেছেন বেশ কয়েকজন। 

জানা যাচ্ছে, ওই দুই সম্প্রদায়ই পাহাড় ও উপত্যকায় বাংকার তৈরি করেছে। ভারতীয় কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপও করেছে একাধিকবার। এছাড়া রাজ্য়ের সরকারও এ বিষয়ে বেশ তৎপর রয়েছে। এখন সেখানে হামলার কাজে ড্রোন বোমা, আরপিজি ও আধুনিক অস্ত্রের জন্য ড্রোন ব্যবহারের পর পরিস্থিতির অবনতি হয়েছে।

সর্বশেষ হামলার পর পুলিশ সার্চ অপারেশন শুরু করে। তখন ৭.৬২ মিমি স্নাইপার রাইফেল, পিস্তল, ইম্প্রোভাইজড লং রেঞ্জ মর্টার (পম্পি), ইম্প্রোভাইজড শর্ট রেঞ্জ মর্টার, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেডসহ অনেক আধুনিক অস্ত্রে উদ্ধার করে। সূত্র: আজকাল ও আনন্দবাজার

MB/FI
আরও পড়ুন