পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ এএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত। আহত হয়েছেন আরও ৮ জন। শনিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি মারি পেট্রোলিয়াম নামের একটি তেল কোম্পানি ভাড়া করেছিল। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের একটু পরই এটি শিওয়া ওয়েল্ড ফিল্ডের কাছে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে মোট ১৪ আরোহী ছিলেন। যাদের মধ্যে ছিলেন তিন রাশিয়ান পাইলট এবং অন্যান্য ক্রু।

MB/FI