ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভিওএ’র জরিপের তথ্য:

৫৩.৬ ভাগ বাংলাদেশির ভারতকে পছন্দ

জরিপে বলা হয়, বাংলাদেশে ভারতপাকিস্তানের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ হিসেবে প্রতিবেশী দেশ দুটি সম্পর্কে ভাল ধারনা পোষণ করেন।

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

বাংলাদেশের ৫৩.৬ শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন, আর অপছন্দ করেন ৪১.৩ শতাংশ বাংলাদেশি। ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলার জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। শনিবার (৭ ডিসেম্বর) এ জরিপটি অনলাইনে প্রকাশ করা হয়।

জরিপে বলা হয়, বাংলাদেশে ভারতপাকিস্তানের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ হিসেবে প্রতিবেশী দেশ দুটি সম্পর্কে ভাল ধারনা পোষণ করেন।

ভিওএ’র জরিপে এক হাজার উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে ১ থেকে ৫ স্কেলে ‘ভোট’ দিয়ে তাদের মতামত জানাতে বলা হয়। স্কেলের ১ এবং ২ মিলে হয় ‘পছন্দ’ আর ৪ এবং ৫ মিলে ‘অপছন্দ’ মতামত দেন।

জরিপে জানানো হয়, উত্তরদাতাদের ৫৯ শতাংশ পাকিস্তানকে ‘পছন্দ’ স্কেলে বাছাই করেন। অন্যদিকে, ভারতের ‘পছন্দ’ স্কোর ছিল ৫৩.৬ শতাংশ। তবে উত্তরদাতাদের ২৮.৫ শতাংশ পাকিস্তানকে ‘অপছন্দ’ করে মত দেন। অন্যদিকে, ভারতের ‘অপছন্দ’ স্কোর ছিল ৪১.৩ শতাংশ।ভিওএ’র জরিপ, স্ত্রিন শট

এছাড়া প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে ‘অপছন্দ’ হচ্ছে মিয়ানমার, ৫৯.১ শতাংশ মানুষ দেশটিকে অপছন্দ করেন।

গত কয়েক বছরে মিয়ানমার থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম সেনা অত্যাচারে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

অন্যদিকে, ‘পছন্দ’ স্কেলে যুক্তরাষ্ট্র ৬৮.৪ শতাংশ, চীন ৬৬ শতাংশ, রাশিয়া ৬৪ শতাংশ এবং যুক্তরাজ্য ৬২.৭ শতাংশ ভোট পেয়েছে।

আরও পড়ুন