ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশিরা থাকতে পারবেন না শিলিগুড়ির হোটেলে

আমাদের জাতীয় পতাকার অবমাননা শুধু দেশের জন্য অসম্মানের নয়, এটা আমাদের সবার জন্য অপমানজনক।’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম

বাংলাদেশি পর্যটকদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ির কোনো আবাসিক হোটেলে থাকতে দেওয়া হবে না। সোমবার (৯ ডিসেম্বর) গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস’র। 

শিলিগুড়ির আবাসিক হোটেল মালিকদের সংগঠনের বিজ্ঞপ্তিতে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষ করে হিন্দুদের ওপর হামলা হচ্ছে। এর প্রতিবাদে শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটকদের থাকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ সিদ্ধান্তের কারণে হয়তো আবাসিক হোটেল খাত ক্ষতির মুখে পড়বে। কিন্তু এর চেয়ে জাতীয় স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ।’

সংগঠনটির প্রেসিডেন্ট রাজীব দাশ বলেন, ‘আমাদের জাতীয় পতাকার অবমাননা শুধু দেশের জন্য অসম্মানের নয়, এটা আমাদের সবার জন্য অপমানজনক।’

এর আগে ভারতের ত্রিপুরা রাজ্য ও আসাম রাজ্যের বরাক উপত্যকার হোটেলমালিকেরাও একই সিদ্ধান্ত নেন।

NC
আরও পড়ুন