চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত!

হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১১:১৮ এএম

ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর। আর এর মধ্যেই জানা গেল শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার (৮ জানুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন।

প্রতিবেদন বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ। তবে সেটির জবাব এখন পর্যন্ত দেয়নি নয়াদিল্লি। হাসিনা যেন ভারতে আরও সময় অবস্থান করতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরমধেই হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল নরেন্দ্র মোদির সরকার।

AHA
আরও পড়ুন