ভারতে এবার ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ

 

মঙ্গলবার (১১ মার্চ) রাতে এক বন্ধুকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত কৈলাস। তার পর তাকে ধর্ষণ করেন। অভিযুক্তের বন্ধুর বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ উঠ‌েছে।

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০২:০৫ পিএম

ভারতের কর্নাটকে এক ইসরায়েলি তরুণীকে গণধর্ষণের রেশ কাটতে না কাটকেই এবার দেশটির রাজধানী দিল্লির একটি হোটেলে এক ব্রিটিশ তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। 

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের একজন ওই তরুণীর বন্ধু। সামাজিকমাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয়েছিল তাদের বলে জানা গেছে। 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ব্রিটিশ তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় অভিযুক্ত কৈলাসের। তার সঙ্গে দেখা করার জন্য দিল্লিতে আসার পর ওই নারী দিল্লির মহীপালপুরের একটি হোটেলে ওঠে।

অভিযোগ উঠেছে, মঙ্গলবার (১১ মার্চ) রাতে এক বন্ধুকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত কৈলাস। তার পর তাকে ধর্ষণ করেন। অভিযুক্তের বন্ধুর বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ উঠ‌েছে।

পুলিশ ধর্ষণ মামলায় অভিযুক্ত কৈলাসকে গ্রেপ্তার করেছে এবং তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে ব্রিটিশ পর্যটকের শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকালে দিল্লির বসন্তকুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। অভিযোগকারি তরুণী যুক্তরাজ্যের নাগরিক হওয়ায় নিয়ম অনুসারে ব্রিটিশ হাই কমিশনকে বিষয়টি জানায় পুলিশ। হাই কমিশনের পক্ষ থেকে ওই তরুণীকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।
 
উল্লেখ্য, চলতি সপ্তাহের গোড়ার দিকেই কর্ণাটকের কোপ্পাল জেলায় এক ইসরায়েলি নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ উঠেছিল তিন যুবকের বিরুদ্ধে। এমনকি তাদের সঙ্গে থাকা স্থানীয় একটি স্টে-হোম' এর নারী মালিককেও গণধর্ষণের অভিযোগ উঠেছিল।

এর পাশাপাশি ওই ইসরায়েলি পর্যটকের এক ভারতীয় পুরুষ সঙ্গীকে স্থানীয় একটি খালে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল, পরে তার মৃত্যু হয়। গোটা ঘটনায় ভারত জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। পরে তদন্তে নেবে তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করে পুলিশ। 

AHA
আরও পড়ুন