ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানে ২১৪ জিম্মিকে হত্যার দাবি বেলুচ বিদ্রোহীদের

তাদের দাবি ছিল, বেলুচিস্তানে আটক তাদের সদস্যদের নিঃশর্ত মুক্তি দাবি। বিনিময়ে জিম্মি ট্রেন যাত্রীদের মুক্তি দেয়া হবে। কিন্তু পাক সরকার এ বিষয়ে আগ্রহ দেখায়নি বলে অভিযোগ।

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৫:৫৯ পিএম

পাকিস্তানে জাফর এক্সপ্রেসের ২১৪ জন জিম্মিকে হত্যার দাবি করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠি বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। শনিবার (১৫ মার্চ) এক বিবৃতিতে এমন দাবি করে সংগঠনটি। খবর এবিপি ও জিও নিউজের।

এর আগে বিএলএ জাফর এক্সপ্রেস অপহরণের দায় স্বীকার করেছিল। তবে সে সময় পাকিস্তান সেনার তরফে জানানো হয়েছিল, বুধবার (১২ মার্চ) রাতে জাফর এক্সপ্রেস অভিযানে জিম্মি সব ট্রেনযাত্রীকে  উদ্ধার করা হয়েছে। নিহত হয়েছেন ৩৩ জন বেলুচ বিদ্রোহী।

কিন্তু শনিবার বিএলএ-র বিবৃতিতে পাক সেনার ওই দাবি নাকোচ করে জানিয়েছে, তারা যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল, তা শুক্রবার শেষ হয়েছে। পাক সরকার তাদের দাবি মেনে না নেয়ায় ২১৪ জন জিম্মিকেই হত্যা করা হয়েছে।

তাদের দাবি ছিল, বেলুচিস্তানে আটক তাদের সদস্যদের নিঃশর্ত মুক্তি দাবি। বিনিময়ে জিম্মি ট্রেন যাত্রীদের মুক্তি দেয়া হবে। কিন্তু পাক সরকার এ বিষয়ে আগ্রহ দেখায়নি বলে অভিযোগ।

বিএলএ-র বিবৃতিতে বলা হয়েছে, ‘বরাবরের মতো একগুঁয়েমি এবং সেনার আগ্রাসন দেখিয়েছে পাকিস্তান সরকার। আমাদের সঙ্গে সমঝোতার সম্ভাবনা তারা এড়িয়ে গিয়েছে। বাস্তবকে অস্বীকার করেছে। এই একগুঁয়েমির ফলে ২১৪ জন পণবন্দিকে হত্যা করা হল।’

বিএলএ-র দাবি প্রসঙ্গে এখনও পাক সরকারের বক্তব্য জানা যায়নি।

পাক আইএসপিআরের অভিযোগ

এদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতকে বেলুচিস্তানের সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন।

বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জিম্মি করার ঘটনা প্রসঙ্গে শুক্রবার (১৪ মার্চ) এমন অভিযোগ করেন তিনি।

শুক্রবার বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির সঙ্গে এক সংবাদ সম্মেলনে ডিজি আইএসপিআর বলেন, ‘বেলুচিস্তানে সাম্প্রতিক হামলা এবং অতীতে ঘটা অন্যান্য সন্ত্রাসবাদী ঘটনায় আমরা বুঝতে পেরেছি, আপনাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশই এসবের পৃষ্ঠপোষক।’

আরও পড়ুন