ব্যাংকক সফরের দিনই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয়েছে। বিমসটেক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় থাই সরকারের দেওয়া নৈশভোজে পাশাপাশি চেয়ারে বসেন দুজন।
ব্যাংককের হোটেল সাংগ্রিলার সেই নৈশভোজে মোদি-ইউনূসের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি আন্তরিক বাক্য বিনিময় হয়। হাসিনা সরকার পতনের পর প্রতিবেশী দুই দেশের সরকারপ্রধানদের এটাই প্রথম সাক্ষাৎ।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আশ্রয় নেন ভারতে, এরপর থেকেই টানাপোড়েন চলছে দু‘দেশের সম্পর্কে। বাংলাদেশের জন্য ভারত কঠোর করেছে চিকিৎসা ও পর্যটন ভিসা। নেতিবাচক প্রভাব পড়েছে দু’দেশের বাণিজ্যে।
এমনই প্রেক্ষাপটে ব্যাংককে দুই দেশের সরকার প্রধানের সাক্ষাৎ।
সম্মেলনের শেষদিন শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে এই দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে আশা করছে বাংলাদেশ।
একইদিন সম্মেলনের মূল ইভেন্টে দুটি চুক্তি সইয়ে অংশ নেবেন বাংলাদেশের সরকারপ্রধান।
বিশ্বে পরিবর্তন আনতে পদ্ধতি বদলাতে হবে: ইউনূস
বিমসটেক সম্মেলনে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ