ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনার পর পাকিস্তানের নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করেছে দিল্লি। এর মধ্যে আছে চিকিৎসা সংক্রান্ত ভিসাও। পাকিস্তানিদেরকে ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর: এনডিটিভি
এছাড়া, পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রমও স্থগিত করা হয়েছে। পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরারও পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এরইমধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভারতীয় ভিসা আগামী রোববার থেকে বাতিল হয়ে যাবে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যেসব পাকিস্তানি নাগরিকের কাছে ভারতীয় ভিসা রয়েছে, তারা ভারত ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় পাবেন। ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত। এর ফলে পাকিস্তানি নাগরিকরা ভারত ভ্রমণের জন্য কোনও ধরনের নথি পাবেন না।
বি'স্ফো'রণে উড়লো কাশ্মীর হামলায় ২ অভিযুক্তের বাড়ি