ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানি হামলার আশঙ্কায় বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন ভারতীয়রা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পিএম

জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের দিক থেকে যেকোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কা করছেন ভারতের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা। অতীত অভিজ্ঞতা থেকে আত্মরক্ষার প্রস্তুতি নিতে নিজেদের বাঙ্কারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন সীমান্তবর্তী গ্রামবাসী।

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে ভাস্কর লাইভ। প্রতিবেদনে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ বিভাগে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তের শেষ প্রান্তে অবস্থিত সালোত্রি গ্রামেই উত্তেজনার মাত্রা বেশি। সেখানে ইতিমধ্যে গত দুইদিন গোলাগুলি হয়েছে। এ অবস্থায় সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাঙ্কারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন গ্রামবাসী। লাইন অব কন্ট্রোলের (এলওসি) খুব কাছাকাছি থাকায় বেশি শঙ্কার মধ্যে রয়েছেন তারা।

ভারতের এক সরকারি কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, পাকিস্তানি সেনারা হালকা অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে। পক্ষান্তরে ভারতীয় সেনাবাহিনীও কঠোর জবাব দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সালোত্রির এক বাসিন্দা জানান, ভারত সরকার তাদের এসব বাঙ্কার বানিয়ে দিয়েছে। বাঙ্কারগুলো অনেক শক্তপোক্ত তো বটেই, সেইসঙ্গে বুলেটপ্রুফ। এ ছাড়া এগুলো গোলাবর্ষণের সময় নিরাপত্তা দেবে। বাঙ্কারগুলো তৈরি করা হয়েছে মাটির ১০ ফুট নিচে।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক ঘটনার পর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে ভারত-পাকিস্তান। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। সেইসঙ্গে পাল্টাপাল্টি দোষারোপ এবং হুমকি-ধামকি চলছেই।

SN
আরও পড়ুন