পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ মে ২০২৫, ০৫:০১ পিএম

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের নতুন মাত্রা পেল। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত সরকার পাকিস্তান থেকে সকল রকমের পণ্য আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছে।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান থেকে উৎপন্ন বা রপ্তানিকৃত, সরাসরি কিংবা পরোক্ষভাবে আমদানিযোগ্য বা অনুমোদিত সকল পণ্যের আমদানি ও ট্রানজিট অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। কোনো ব্যতিক্রম প্রয়োজনে ভারত সরকারের পূর্বানুমোদন আবশ্যক।

এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার স্বার্থে নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

AHA