ঢাকা
সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

প্রথমবারের মতো থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুমরোল্যান্ড উৎসব

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম

বিশ্বের অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (EDM) উৎসব টুমরোল্যান্ড প্রথমবারের মতো এশিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই ঐতিহাসিক আয়োজনের গর্বিত আয়োজক দেশ হতে যাচ্ছে থাইল্যান্ড। সম্প্রতি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, 'এটি কেবল একটি উৎসব নয়, বরং থাই সংস্কৃতি, সৃজনশীলতা ও অর্থনীতিকে বিশ্বদরবারে তুলে ধরার একটি নতুন অধ্যায়।'

জাতীয় পরিকল্পনার অংশ হয়ে উঠছে উৎসব

প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে একটি সুসংগঠিত কৌশলগত পরিকল্পনার রূপরেখা। তিনি জানিয়েছেন, থাইল্যান্ড শুধুমাত্র আয়োজক নয়, বরং টুমরোল্যান্ড থাইল্যান্ড হবে এমন একটি সংস্করণ, যেখানে স্থানীয় সংস্কৃতি, শিল্পী ও প্রতিভা থাকবে কেন্দ্রবিন্দুতে। উৎসবের প্রতিটি পর্যায়ে থাই পরিচয়ের ছাপ থাকবে—মঞ্চসজ্জা থেকে শুরু করে পরিবেশনা, খাবার, পোশাক ও শিল্পকলায়।

বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ, পর্যটনে জোয়ার

ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ট্র্যাভেল রিপাবলিক-এর তথ্যমতে, 'Tomorrowland Thailand' বিষয়ক অনলাইন অনুসন্ধান বেড়েছে ৮৬৮ শতাংশ, আর থাইল্যান্ড ভ্রমণের আগ্রহ বেড়েছে ১০৮ শতাংশ। এই আয়োজন ডিসেম্বর ২০২৬-এ অনুষ্ঠিত হবে চনবুরিতে, যা থাইল্যান্ডের শীত মৌসুমের পর্যটনপ্রবণ সময়। আবহাওয়া থাকবে শুষ্ক ও শীতল, যা বহির্বিশ্বের ভ্রমণপিপাসু ও উৎসবপ্রেমীদের জন্য আদর্শ পরিবেশ।

থাই সংস্কৃতির পূর্ণাঙ্গ মেলবন্ধন

এই উৎসব শুধু বিদেশি ধারণার অনুসরণ নয়, বরং থাই সংস্কৃতির সাথে টুমরোল্যান্ড ব্র্যান্ডের মিশ্রণে তৈরি হবে নতুন এক রূপ।

উৎসবজুড়ে থাকবে-- থাই রূপকথা ও নকশায় অনুপ্রাণিত মঞ্চসজ্জা, ঐতিহ্যবাহী পারফরম্যান্স ও থাই লোকগাথা-ভিত্তিক ভিজ্যুয়াল আর্ট, থাই স্ট্রিট ফুড ও নাইট মার্কেটের অভিজ্ঞতা এবং ওয়েলনেস ও ধ্যানকেন্দ্রিক রিচ্যুয়াল, যা ক্লাব কালচারের সঙ্গে নতুনভাবে মিশবে।

স্থানীয় শিল্পীদের জন্য বৈশ্বিক মঞ্চ

এই উৎসব থাইল্যান্ডের ইলেকট্রনিক মিউজিক শিল্পের জন্য একটি ভালো সুযোগ হয়ে উঠতে যাচ্ছে। উদীয়মান থাই ডিজে ও প্রযোজকরা এবার শুধুমাত্র প্রারম্ভিক স্লটে নয়, বরং আন্তর্জাতিক হেডলাইনারদের সঙ্গে একই মঞ্চ ভাগ করবেন। এটি নতুন শিল্পীদের জন্য আন্তর্জাতিক ভক্ত ও সহযোগিতার সুযোগ তৈরি করবে।

টুমরোল্যান্ড থাইল্যান্ড ২০২৬ কেবল একটি সংগীত উৎসব নয়—এটি থাইল্যান্ডের সংস্কৃতি, সৃজনশীলতা ও পর্যটনের এক যুগান্তকারী পুনর্জাগরণ। বিশ্ব যখন এই ইভেন্টের অপেক্ষায় দিন গুনছে, তখন থাইল্যান্ড প্রস্তুতি নিচ্ছে ইতিহাস গড়ার। এই উৎসব শুধু দেখা বা শোনার নয়—এটি অনুভব করার মতো একটি জাদুকরী অভিজ্ঞতা হতে চলেছে।

Raj/FJ
আরও পড়ুন