ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত। শনিবার (১৬ আগস্ট) এক সংক্ষিপ্ত বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শান্তির খোঁজে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠক তিন ঘণ্টা স্থায়ী হয়। যদিও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা হয়নি, উভয় নেতাই আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। বৈঠকের পর নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আলাস্কায় একটা দারুণ সফল দিন কাটল।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেন সংকটের সমাধান এখন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে। প্রয়োজনে তিনি  নিজেও আলোচনায় যোগ দিতে প্রস্তুত। বৈঠকের পর ট্রাম্প প্রথমেই জেলেনস্কিকে ফোন করেন। এএফপি জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলতে সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও জানায়, ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান দেখতে গোটা পৃথিবী মুখিয়ে আছে এবং শান্তি প্রতিষ্ঠা কেবল সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব।

উল্লেখ্য, রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে শনিবারের (১৬ আগস্ট) বিবৃতিতে শুল্ক ইস্যুতে কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি।

DR/FJ
আরও পড়ুন