ট্রাম্পের হুমকি মোকাবিলায় মোদির জরুরি বৈঠক

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই অবস্থায় বাণিজ্যিক প্রতিক্রিয়া নির্ধারণে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২৬ আগস্ট) সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে হোয়াইট হাউস। তাতে জানানো হয়েছে, বুধবার (২৭ আগস্ট) সকালে আমেরিকায় রফতানি করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক নেওয়া হবে।

হোয়াইট হাউসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অগস্ট আমেরিকার ইস্টার্ন জোনের (রাজধানী ওয়াশিংটন ডিসি এই জোনের অন্তর্গত) সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে নয়া শুল্ক। যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৯টা ৩১ মিনিট।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরের ৭ পাতার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জ্বালানি কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে মদত দিচ্ছে, সেই কারণেই শাস্তিমূলক এই শুল্ক আরোপ।

জার্মান পত্রিকার দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েক সপ্তাহে চারবার মোদির সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু ভারত তাতে সাড়া দেয়নি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে ব্যবসা নিয়ে শুধু ভারত নয়, ইউরোপ ও আমেরিকাও সরাসরি জড়িত। উদাহরণস্বরূপ, ২০২৪ সালেই ইইউ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৬৭,৫০০ কোটি ইউরো, যা ভারত-রাশিয়ার বাণিজ্যকে বহু গুণে ছাড়িয়ে গেছে।

এছাড়া, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস, সার, খনিজ, পারমাণবিক জ্বালানি এমনকি যন্ত্রপাতিও আমদানি করছে আমেরিকা ও ইউরোপ।

গুজরাটের আহমেদাবাদে সোমবার এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘চাপ যতই আসুক, ভারত আত্মনির্ভরতার পথে এগিয়ে যাবে। আমরা ভয় পাই না, মোকাবিলার জন্য তৈরি।’

এক সাম্প্রতিক সমীক্ষা বলছে, যুক্তরাষ্ট্রের এই ৫০ শতাংশ শুল্কে ভারতীয় রপ্তানিতে প্রায় ৪০০০ কোটি ডলারের ধাক্কা আসতে পারে, যা ভারতীয় মুদ্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার বেশি।

NB/SN