ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে তার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘চলো জীতে হ্যায়’ প্রদর্শনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার (১৭ সেপ্টেম্বর) মোদির জন্মদিনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয় ‘প্রেরণা’ নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে। যার আওতায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্কুলে চলচ্চিত্রটি দেখানো হবে। এই কর্মসূচির পরিচালনা ও তত্ত্বাবধান করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন তিনটি সংস্থা সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (NVS)।
চলচ্চিত্র ‘চলো জীতে হ্যায়’ প্রধানত মোদির শৈশব, কৈশর, তারুণ্য এবং একজন সংগঠক ও নেতা হিসেবে তার জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরে তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচিটি কয়েকটি মূল নীতির ওপর ভিত্তি করে গঠিত যেমন- আত্মমর্যাদা, বিনয়, সাহস, কঠোর পরিশ্রম, সত্যনিষ্ঠা, করুণা, সেবাপরায়ণতা, স্বাধীনতা, কর্তব্যপরায়ণতা এবং একতা।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি-কে বলেন, এই চলচ্চিত্র শিক্ষার্থীদের চরিত্রগঠন, সেবা এবং দায়িত্ববোধ নিয়ে চিন্তা করতে সাহায্য করবে। এটি সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি ও আত্মপ্রতিফলনের মাধ্যমে ছোটদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
সূত্র: ইন্ডিয়া টিভি
মিসরের জাদুঘর থেকে উধাও ফেরাউনের ব্রেসলেট
ক্যানসারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো