ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত উমর মোহাম্মদ ওরফে উমর উন-নবির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবস্থিত বাড়িটি ধ্বংস করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির নেতাজি সুভাষ মার্গের সিগন্যালের কাছে গাড়িটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ১৩ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন।
তদন্তে জানা যায়, ফারিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার উমর বিস্ফোরণের আগে সেই হুন্ডাই গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে সংগৃহীত ডিএনএ নমুনা ও উমরের মায়ের কাছ থেকে নেওয়া নমুনার মিল পাওয়ার পর বিস্ফোরণের সময় তার উপস্থিতি নিশ্চিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত উমরের বাড়ি ভেঙে ফেলার পদক্ষেপটি ভারতের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের প্রতি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর আগেও পেহেলগাম সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ।
এনডিটিভি জানায়, বিস্ফোরণের আগেই প্রায় ২,৯০০ কেজি বোমা তৈরির উপকরণ, আধুনিক অস্ত্র ও অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়। এসব সামগ্রী ডাক্তার মুজাম্মিল ও শাহীন সাঈদের কাছে মজুত ছিল। তারা উমরের সহযোগী হিসেবে পরিচিত এবং বর্তমানে আটক অবস্থায় জিজ্ঞাসাবাদে আছেন।
তদন্ত কর্মকর্তাদের ধারণা, জইশ-ই-মোহাম্মদ এবং আনসার গজওয়াতুল হিন্দ সংযুক্ত একটি মডিউল আরও বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল।
ফারিদাবাদে সহযোগীদের গ্রেপ্তারের পর উমর আতঙ্কিত হয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পালানোর সেই চেষ্টার সময়ই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৩
দিল্লির বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না: মোদী