কবর খননের সময় মিললো প্রাচীন যুগের দুই মূর্তি

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৮:৫৪ পিএম

বগুড়ায় কবর খননের সময় প্রাচীন যুগের পিতলের দুটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। গেল ১০ জুন সদর উপজেলার গোকুল ইউনিয়নের রামশহর উত্তরপাড়া এলাকায় এ মূর্তি পাওয়া যায়।

পরে বিষয়টি জানাজানি হলে শুক্রবার (১৩ জুন) ও শনিবার (১৪ জুন) দুপুরে মূর্তিগুলো সদর থানা পুলিশ হেফাজতে নেয়। 

শনিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

জানা গেছে, গোকুল ইউনিয়নের বেহুলার বাসর ঘর সংলগ্ন রাম শহর উত্তরপাড়ার সমাজ শান্তিনিকেতন ক্লাবের পাশে একটি পারিবারিক কবরস্থানে একজনকে দাফনের জন্য কবর খনন করা হচ্ছিল। এ সময় কবরস্থানের মাটি খুঁড়তে গিয়ে গ্রামবাসী মূর্তি দুটি দেখতে পান। ঘটনার পর ১৩ জুন গ্রামবাসী বিষয়টি সদর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তি উদ্ধারের কার্যক্রম শুরু করে। প্রথমে পুলিশ ওই এলাকার মো. সাইফুলের কাছ থেকে পিতলের ছোট একটি মূর্তি জব্দ করে। পরবর্তীতে আজ শনিবার দুপুরে মুকুলের বাসা থেকেও আরেকটি পিতলের মূর্তি জব্দ করা হয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি বর্তমানে সদর থানার হেফাজতে রয়েছে এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

AHA