বগুড়ার দুপচাঁচিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মিল্টন আহমেদ লাদেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের তেলিগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিল্টন আহমেদ লাদেন গুনাহার ইউনিয়নের কামারু গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি দুপচাঁচিয়া পৌর এলাকার মাষ্টারপাড়া মহল্লায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লাদেন মোটরসাইকেল নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে তেলিগাড়ী নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা দ্রুতগামী কোচ তাকে ধাক্কা দেয়। এতে লাদেন ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে কোচটির চাকায় তিনি পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
ঘটনার পরপরই কোচটি পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ভৈরবে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 