এনসিপি কার্যালয়ের নিচে ককটেল হামলার নিন্দা ইশরাকের

আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:১৯ এএম

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল নিক্ষেপের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (২৩ জুন) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে ইশরাক এ উদ্বেগ প্রকাশ করেন।  
 
পোস্টে ইশরাক লেখেন, এনসিপির কার্যালয়ের সামনে ন‍্যাক্কারজনক হামলা ও চারজন আহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। এই ঘটনা আমাদের সবার জীবনের জন্যে চরম হুমকি। আমরা যারা রাজনীতি করি তাদের যে কেউ এরকম হামলার শিকার হতে পারে, সেই বার্তাটি দেওয়া হচ্ছে না কি, সেটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, সোমবার রাত ১০টা ৪০ মিনিটে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই ককটেল হামলার ঘটনা ঘটে। রূপায়ণ ট্রেড সেন্টারের ১৬ তলায় দলটির অস্থায়ী কার্যালয়। এই ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে রাজধানীতে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

 

RA