ইসরাইলের বিভিন্ন শহরে ইরানের হামলা শুরু

আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:১১ এএম

দখলদার ইসরায়েলের বিভিন্ন শহরে আবারও হামলা শুরু করেছে ইরান। এবারও ইসরায়েলের বিভিন্ন শহরকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে দেশটি।

সোমবার (১৬ জুন) রাতে মিসাইল ছুড়ে ইরান।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, উত্তর ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। এখন এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করা হবে।

এর আগে ইসরায়েলের তেল আবির শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।

MMS