ওমান উপসাগরে বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাংকার আটক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

ওমান উপসাগরে ৬০ লাখ (৬ মিলিয়ন) লিটার চোরাচালানকৃত ডিজেলসহ একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। জাহাজটিতে ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি নাবিকও রয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে ওমান সাগরের উপকূলীয় এলাকায় এ অভিযান চালানো হয়।

ইরানের হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানায়, ট্যাংকারটিতে মোট ১৮ জন নাবিক ছিলেন। তারা বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক। তবে কতজন বাংলাদেশি নাবিক রয়েছেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

ইরানি কর্তৃপক্ষের দাবি, জাহাজটি তাদের নেভিগেশন বা অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ডিজেলসহ জাহাজটি জব্দ করা হয়।

ইরানে জ্বালানি তেলের দাম বৈশ্বিক মানের চেয়ে অনেক কম হওয়ায় দেশটি থেকে তেল পাচার বেশ লাভজনক। এ কারণে উপসাগরীয় এলাকায় প্রায়ই অবৈধ জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটক করে ইরানি বাহিনী। ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্র কর্তৃক একটি ট্যাংকার আটকের দুদিন পরই ইরানের এই অভিযানের খবর পাওয়া গেল।

DR/SN