ইরানে সরকার পরিবর্তন অকল্পনীয়: রাশিয়া

আপডেট : ২০ জুন ২০২৫, ০৩:০৯ পিএম

ইরানে সরকার পরিবর্তন হবে অকল্পনীয়-অগ্রহণযোগ্য ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা প্যান্ডোরার বক্স খুলে দেওয়ার মতো হবে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

শুক্রবার (২০ জুন) সকালে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেসকভ বলেন, যদি যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল খামেনিকে হত্যার চেষ্টা করে, তবে রাশিয়ার প্রতিক্রিয়া হবে খুবই নেতিবাচক।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করবো। এটি ইরানের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে ও দেশটির ভেতরে চরমপন্থার উত্থান ঘটাবে।

পেসকভ আরও যোগ করেন, যারা খামেনিকে হত্যার কথা বলছে তাদের এটা মাথায় রাখা উচিত এটি কী ধরনের পরিণতি ডেকে আনতে পারে সে বিষয়ে।

তিনি স্পষ্ট করে বলেন, ইরানে সরকার পরিবর্তনের চিন্তা করা পর্যন্ত অকল্পনীয়। শুধু এই বিষয়টি নিয়ে আলোচনা করাও অগ্রহণযোগ্য হওয়া উচিত।

এই মন্তব্যগুলো রাশিয়ার পক্ষে ইরান-ইসরায়েল চলমান সংঘাত সম্পর্কে এখন পর্যন্ত দেওয়া সবচেয়ে শক্ত প্রতিক্রিয়া বলেই বিবেচনা করা হচ্ছে।

রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, যেখানে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে।

সূত্র: সিএনএন

RF