ইরাক ও রাশিয়া আঞ্চলিক ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদারে একমত হয়েছে। শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইরাকের প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইন্টারন্যাশনাল ফোরাম ফর পিস অ্যান্ড ট্রাস্ট–এর সাইডলাইনে হওয়া এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতার সম্ভাবনা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
বৈঠকে প্রেসিডেন্ট রশিদ পূর্বে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো বাস্তবায়নে রাজনৈতিক পরামর্শ পুনরায় শুরু করার ওপর গুরুত্ব দেন। এসব চুক্তির মধ্যে পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয় রয়েছে।
এ ছাড়া দুই নেতা নিরাপত্তা ও স্থিতিশীলতা–সংক্রান্ত বাড়তে থাকা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের মার্চে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী ২০২৫ সালকে ‘আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর’ ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে তুর্কমেনিস্তান এই আন্তর্জাতিক ফোরামের আয়োজন করে।
