রাশিয়া অ্যাপলের জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ ফেসটাইম বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাদজর এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
রসকমনাদজরের অভিযোগ, ফেসটাইম প্ল্যাটফর্মটি রাশিয়ায় সন্ত্রাসী হামলা পরিচালনা, হামলায় জড়িত ব্যক্তিদের নিয়োগ, প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ সংস্থাটি উপস্থাপন করেনি।
এ বিষয়ে অ্যাপলের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফেসটাইম মূলত ওয়াই-ফাই বা মোবাইল ডেটার মাধ্যমে ব্যবহারকারীদের বিনামূল্যে ভিডিও ও অডিও কলের সুবিধা দেয়।
ফেসটাইম নিষিদ্ধ করার সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ওপর বিধিনিষেধ আরও কড়াকড়ি করছে। গুগলের ইউটিউব, মেটার হোয়াটসঅ্যাপ এবং মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ওপরও এর আগে আংশিক বা পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
এর মাত্র এক দিন আগে, বুধবার (৩ ডিসেম্বর), রসকমনাদজর শিশু-কিশোরদের জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম রোব্লক্স বন্ধ করে দেয়। সংস্থার দাবি—রোব্লক্সে উগ্রবাদী উপকরণ ও ‘এলজিবিটি প্রচারণা’ ছড়ানো হচ্ছিল। তবে রোব্লক্স জানিয়েছে, তারা সব দেশের আইনকে সম্মান করে এবং ব্যবহারকারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
সমালোচকদের মতে, রাশিয়ার এসব পদক্ষেপ মূলত সেন্সরশিপ ও ব্যক্তিগত যোগাযোগের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদার করার অংশ। তবে রাশিয়া বলছে, এটি দেশটির বৈধ আইন প্রয়োগ এবং নিরাপত্তা নিশ্চিতের অংশ।
চলতি বছর রাশিয়া নিজস্ব রাষ্ট্র-সমর্থিত কলিং অ্যাপ ‘ম্যাক্স’ চালু করেছে, যা নজরদারির উদ্দেশ্যে ব্যবহার হতে পারে বলে মানবাধিকারকর্মীরা ধারণা করছেন।
রাজধানীর যেসব মার্কেট-দোকান বন্ধ থাকবে আজ