ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুম্বাই ছেড়ে ঝাঁসিতে বিগ বি, ভোটার তালিকায় মৃত বাবার নামও

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা এবং নিয়মিত সেখানকার ভোটার হওয়া সত্ত্বেও বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাম উঠেছে উত্তরপ্রদেশের ঝাঁসির ভোটার তালিকায়। শুধু বিগ বি নন, তালিকায় নাম রয়েছে তার প্রয়াত বাবা ও প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনেরও। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসতেই স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বর্তমানে উত্তরপ্রদেশে এসআইআর (সামারি ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ঝাঁসির কাচিয়ানা এলাকার তালিকা যাচাই করতে গিয়েই স্থানীয় বিএলওরা (বুথ লেভেল অফিসার) এই অসংগতি দেখতে পান। নথিপত্র অনুযায়ী, ২০০৩ সাল থেকে ওই কেন্দ্রের ভোটার হিসেবে অমিতাভ ও তার বাবার নাম তালিকাভুক্ত রয়েছে।

ইআরও দপ্তরের তথ্যমতে, ভোটার তালিকায় তাদের ঠিকানা হিসেবে ওর্চা গেট এলাকার ৫৪ নম্বর বাড়ি উল্লেখ করা হয়েছে। তবে তদন্তে নেমে চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের। সরেজমিনে দেখা যায়, ৫৪ নম্বর ঠিকানায় বাস্তবে কোনো বাড়িই নেই সেখানে দাঁড়িয়ে আছে একটি মন্দির। অস্তিত্বহীন ঠিকানায় কীভাবে দুজন বিখ্যাত ব্যক্তির নাম ভোটার তালিকায় উঠল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন।

অমিতাভ বচ্চন প্রতি বছর মুম্বাইয়ের জুহু কেন্দ্রে সপরিবারে ভোট দেন। ঝাঁসির সঙ্গে তার বা তার পরিবারের আবাসনগত কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, সাধারণ মানুষকে ভোটার তালিকায় নাম তুলতে যেখানে দিনের পর দিন ঘুরতে হয়, সেখানে যাচাই-বাছাই ছাড়া কীভাবে ভিনরাজ্যের বাসিন্দাদের নাম যুক্ত হলো, তা সরকারি ত্রুটি ও গাফিলতির প্রমাণ।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হওয়ার পর ঝাঁসি জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

DR
আরও পড়ুন