মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক স্থানে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) শনিবার দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়ন ডুবুর চর এলাকার সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরবর্তী স্থানে অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে। একই দিন কিছুক্ষণ পর বেলা দেড়টায় দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়ন এর মধ্য বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীর তীরবর্তী দাসকান্দী এলাকা থেকে (৩৬)এক পুরুষের মরদেহ উদ্ধার করেন গজারিয়া নৌ পুলিশ ও থানা পুলিশ।
এ বিষয়ে ডুবারচর গ্রামের জেলে আলী হোসেন জানান, দেখে মনে হয়েছে লাশটা নদীতে ভাসতে ভাসতে এখানে এসে আটকে পড়েছে।
স্থানীয় বাউশিয়া ইউনিয়ন এর দাসকান্দী গ্রামের সোহাগ বলেন, সকাল থেকেই দেখতে পাচ্ছি কাজলী নদীর বক্তারকান্দী অংশে এক লাশ ভাসছে, নদীর ভাটার সময় যা তীরে আটকা পড়েছে।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ এর অফিসার ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ডুবুরচর সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অজ্ঞাত নারী পুরুষের লাশ উদ্ধার এর সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ঘটনাস্থলে নৌ পুলিশ এর পাশাপাশি থানা পুলিশও রয়েছে,আমরা পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে তাঁদের সনাক্ত কার্যক্রম চলমান রয়েছে।
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর
ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ