ভিসি ড. এ এস এম আমানুল্লাহ

চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ এএম

চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সিলেবাসে বড় ধরনের সংস্কারসহ গবেষণা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যেমন পড়াশোনায় মনোযোগী হতে হবে, তেমনি শিক্ষকদের দলাদলি ভুলে প্রকৃত শিক্ষাদানে আত্মনিয়োগ করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে টিঅ্যান্ডটি কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতক সম্মান প্রথমবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এ এস এম আমানুল্লাহ জানান, দেশের স্বাধীনতার পর শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ ও সুদূরপ্রসারী নীতি প্রণয়ন করা হয়নি। এর পাশাপাশি শিক্ষক ও পরিচালনা পর্ষদের দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়ার ফলে শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি বদলাতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা–সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে, যেখানে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

ভিসি আরো বলেন, বিদ্যমান ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে কারিগরি দক্ষতায় প্রশিক্ষিত করার বিকল্প নেই। এজন্য টিঅ্যান্ডটি কলেজে বিভিন্ন প্রফেশনাল কোর্স চালু করার পরামর্শ দেন তিনি এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রযুক্তি–দক্ষতা অর্জন, শৃঙ্খলা বজায় রাখা ও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের মর্যাদা বৃদ্ধি করতে হবে। এতে শিক্ষার মান যেমন উন্নত হবে, তেমনি শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, টিঅ্যান্ডটি কলেজের উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন। পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে কলেজটিকে সরকারি করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

টিঅ্যান্ডটি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিস্টার মো: বেলায়েত হোছাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য জাহিদুল হক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহুরুল ইসলাম, নবীনবরণ কমিটির আহ্বায়ক মিজানুর রহমান খান এবং অধ্যক্ষ প্রফেসর মো: নুর হোসেন।

অনুষ্ঠানের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ৮তলা নতুন আইসিটি ভবনের উদ্বোধন করেন।

HN