আসন্ন নির্বাচন হবে সবচেয়ে কঠিন লড়াই: ফখরুল

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘সবচেয়ে কঠিন লড়াই’ হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এবারের নির্বাচন আওয়ামী লীগ আমলের মতো হবে না, বরং এটি একটি নিরপেক্ষ নির্বাচন হবে। তাই এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ তৈরি হবে। তবে এটি কেবল ভোট নয়, বরং দেশকে পেছনে টেনে ধরা শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তির লড়াই।

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে প্রচার করার চেষ্টার কড়া জবাব দিয়ে তিনি বলেন, ‘নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হলো, দেশে যত ইতিবাচক সংস্কার ও ভালো অর্জন হয়েছে, তার সবই বিএনপির হাত ধরে এসেছে।’

DR/AHA