রাজধানীতে তিনদিন গ্যাসের চাপ কম থাকবে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

রাজধানী ও আশপাশের এলাকায় সকল শ্রেণির গ্যাসের সরবরাহ কমে গেছে। গ্যাসের এই স্বল্পচাপ তিনদিন পর্যন্ত বিরাজমান থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) তিতাসের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ ও কার্গো আসতে বিলম্ব হওয়ায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ হ্রাস পেয়েছে। এর ফলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় আগামী তিন দিন গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা থেকে রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে।

কর্তৃপক্ষ আরও জানায়, এলএনজি টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং আন্তর্জাতিক বাজার থেকে আমদানিকৃত কার্গো বিলম্বে পৌঁছানোর কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে এই সংকট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

এদিকে গ্যাসের স্বল্পচাপের কারণে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে রান্না, উৎপাদন ও সেবা কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে।

AHA
আরও পড়ুন