ভালভে লিকেজ: রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

রাজধানীর মিরপুর রোডে গণভবনের সামনে গ্যাসের প্রধান লাইনের একটি ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এর ফলে মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুরসহ আশপাশের বিশাল এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে এক জরুরি বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

তিতাস জানায়, মিরপুর রোডে গণভবনের সামনে ৪ ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে যাওয়ায় লিকেজ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মেরামত কাজ পরিচালনার জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ রাখা হয়েছে। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলী ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। অনেক গ্রাহকের চুলা একেবারে জ্বলছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

DR
আরও পড়ুন