এলপিজির নতুন দাম ঘোষণা রোববার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

২০২৬ সালের প্রথম মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে রোববার (৪ জানুয়ারি)। এদিন ভোক্তা পর্যায়ে এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। রোববার বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দর ঘোষণা করা হবে। একই সাথে পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের দামও ঘোষণা করবে কমিশন।

এর আগে গত ২ ডিসেম্বর সবশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে এই দাম ছিল ১ হাজার ২১৫ টাকা। অন্যদিকে, গত মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের শুরুতে এলপিজির দাম পুনঃনির্ধারণ করে বিইআরসি। আগামীকালকের ঘোষণার মাধ্যমে জানা যাবে নতুন বছরের শুরুতে রান্নার গ্যাসের জন্য সাধারণ মানুষকে কত ব্যয় করতে হবে।

DR/AHA
আরও পড়ুন