নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১৪ জন নিখোঁজ রয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। এছাড়া নাইজেরিয়ার মাইদুগুরি থেকে বার্তা সংস্থা এএফপি ঘটনার খবর প্রকাশ করেছে।
ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে এএফপিকে জানিয়েছেন, শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যে যাওয়ার পথে একটি সাধারণ যাত্রীবাহী নৌকা উল্টে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
তিনি জানান, এ পর্যন্ত স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল ২৬ জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া আরো ১৪ জন নিখোঁজ রয়েছেন।
তিনি আরো জানান, এ ঘটনায় নৌকায় থাকা ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।
শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ, নমনীয় আইসিসি!