তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ এএম

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আসায় আপাতত এই গুরুত্বপূর্ণ সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দল। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়, ঐতিহাসিক মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন এবং গণআন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে উত্তরবঙ্গ সফরের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। কিন্তু নির্বাচনের আগমুহূর্তে কমিশনের পক্ষ থেকে আসা নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বিএনপি এই কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। সূচি অনুযায়ী, আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলায় তারেক রহমানের ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি পালনের কথা ছিল। বিশেষ করে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছিল।

মির্জা ফখরুল জানান, দলের সর্বোচ্চ পর্যায় থেকে আলোচনার মাধ্যমেই এই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। খুব শীঘ্রই পরিবর্তিত পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

HN
আরও পড়ুন