বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ এএম

খেলাধুলাপ্রেমীদের জন্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) টিভির পর্দায় অপেক্ষা করছে এক ব্যস্ত দিন। দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়াও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ইউরোপীয় ফুটবলের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন দর্শকরা।

এক নজরে দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি ও সরাসরি সম্প্রচারের চ্যানেলসমূহ

বিপিএলে আজ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হবে চট্টগ্রাম ও নোয়াখালী। এরপর সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রাজশাহী ও সিলেট। দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে।

আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ

বিগ ব্যাশ লিগ: রেনেগাদস বনাম স্কোর্চার্স। সরাসরি দুপুর ২টা ১৫ মিনিটে, স্টার স্পোর্টস ২-এ।

এসএ২০ (SA20): প্রিটোরিয়া বনাম পার্ল। সরাসরি রাত ৯টা ৩০ মিনিটে, স্টার স্পোর্টস ২-এ।

ফুটবল: বুন্দেসলিগা
ইউরোপীয় ফুটবলের রোমাঞ্চ নিয়ে আজ গভীর রাতে মাঠে নামছে জার্মান লিগের দলগুলো।

ইউনিয়ন বার্লিন বনাম অগসবার্গ: সরাসরি রাত ১টা ৩০ মিনিটে, সনি স্পোর্টস ২-এ।

মাঠের লড়াইয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চোখ রাখুন আপনার প্রিয় চ্যানেলের পর্দায়।

DR/AHA
আরও পড়ুন