ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে শত শত গ্যাস সিলিন্ডার ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে আটটার দিকে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকটি মহাসড়কের বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্রাক থেকে ছিটকে পড়া শতাধিক সিলিন্ডার রাস্তায় গড়াগড়ি খেতে থাকে। এ সময় সড়ক বিভাজকের ওপর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির থেঁতলে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই সময় রাস্তা পার হচ্ছিলেন।
দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প রাস্তা দিয়ে ধীরগতিতে যানবাহন চলায় নিজামপুর বাজার থেকে বড়তাকিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর কিছু লোক সিলিন্ডার সরিয়ে নেওয়ার চেষ্টা করলে সচেতন বাসিন্দারা তা প্রতিহত করেন এবং মালামাল রক্ষায় পাহারা দেন।
কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শামীম হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিলিন্ডার সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৬
