স্বল্প সময়ের দরপতনের পর বিশ্ববাজারে আবারও বড় ধরনের উত্থান দেখা দিয়েছে সোনার দামে। মূল্যবান এই ধাতুর দাম গড়েছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স মূল্যবান এই ধাতুর দাম ৪ হাজার ৯৫০ ডলার ছাড়িয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৪৬ দশমিক ১ ডলারে পৌঁছেছে। লেনদেনের এক পর্যায়ে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৯৬৭ দশমিক ৪৮ ডলার ছুঁয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার ওপর চাহিদা বেড়ে যাওয়ায় মূল্যবান এই ধাতুটি বিনিয়োগকারীদের মধ্যে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। এতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।
জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, ডলারের দুর্বল মান এবং চলতি বছর ফেডারেল রিজার্ভের সুদ কমানোর প্রত্যাশা-এই সব বিষয় মিলেই বৈশ্বিক অর্থনীতিতে ডি–ডলারাইজেশনের প্রবণতাকে আরও জোরালো করছে। আর এই প্রবণতাই সোনার চাহিদার ওপর ধারাবাহিকভাবে প্রভাব ফেলছে।
তিনি বলেন, স্বল্পমেয়াদে সোনার দামে যেকোনো পতনকে বিনিয়োগকারীরা কেনার সুযোগ হিসেবে দেখবেন। প্রতি আউন্স ৫ হাজার ডলারের কাছাকাছি রয়েছে এবং দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ৫ হাজার ১৮৭ দশমিক ৭৯ ডলার প্রতি আউন্সও ছাড়িয়ে যেতে পারে খুব শিগগিরই।
এদিকে অন্য বাজারে স্পট রুপার দাম বেড়ে প্রতি আউন্স ৯৬ দশমিক ৫৮ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। ট্রাডওর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, সোনার তুলনায় রুপার মৌলিক ভিত্তি আরও আকর্ষণীয়। যদিও রুপা সোনার মতো রিজার্ভ সম্পদ নয়, তবুও এটি নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীদের আগ্রহ এবং ডলারের দুর্বলতা থেকে উপকৃত হচ্ছে।
অন্যদিকে স্পট প্লাটিনামের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ৬০১.০৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯০০.৫৯ ডলারে পৌঁছেছে।

