যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হওয়া প্রচণ্ড তুষারঝড়, বরফ-বৃষ্টি ও তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ঝোড়ো আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৮ লাখ ৬০ হাজারেরও বেশি ঘরবাড়ি বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
মার্কিন আবহাওয়া দপ্তর ও সংবাদমাধ্যম সিএনএন-এর তথ্য অনুযায়ী, ইলিনয়েস, ওহিও, নিউইয়র্ক, টেক্সাসসহ প্রায় ১৫টি অঙ্গরাজ্যের বিশাল এলাকা এখন পুরু তুষারের নিচে ঢাকা পড়েছে। অন্যদিকে, ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে হাড়কাঁপানো বরফশীতল বৃষ্টি।
দেশটির আবহাওয়া দপ্তর ইতোমধ্যে শীতকালীন সতর্কতা জারি করেছে, যার আওতায় পড়েছেন ১৮ কোটি ৫০ লাখের বেশি মানুষ। প্রতিকূল আবহাওয়ার কারণে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।
তুষারঝড়ের প্রভাবে মার্কিন যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। গতকাল রোববার একদিনেই বিভিন্ন বিমানবন্দরে বাতিল করা হয়েছে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট। করোনা মহামারির পর যুক্তরাষ্ট্রে একদিনে এত বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা এটিই প্রথম।
তীব্র শীত ও বিদ্যুৎহীন অবস্থায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিদ্যুৎ সংযোগ ফেরাতে ও জনজীবন স্বাভাবিক করতে কাজ করছে কর্তৃপক্ষ, তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সূত্র: সিএনএন, এনবিসি
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় আবারো বিক্ষোভ, এজেন্টদের সরানোর দাবি
