বিজয়-রাশমিকাকে নিয়ে নতুন খবর চাউর

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম

বিয়ের পিঁড়িতে বসছে দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা- এমনটাই আলোচনা বেশ কয়েকদিন ধরে, এমন আবহে এই জুটিকে নিয়ে এলো নতুন খবর, গত সোমবার বিজয় দেবেরাকোন্ডার নতুন সিনেমার নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রণবালী’। এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। 

ভারতীয় গণমাধ্যমের খবর,  ‘রণবালী’র মাধ্যমে আবারও পর্দায় ফিরছে বিজয়-রাশমিকা জুটি। এর আগে ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এটি পরিচালক রাহুল সংকৃতিয়ানের সঙ্গে বিজয়ের দ্বিতীয় কাজ; এর আগে তারা একসঙ্গে ‘ট্যাক্সিওয়ালা’ উপহার দিয়েছিলেন।

সিনেমাটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস। এর আগে বিজয়ের ‘ডিয়ার কমরেড’ ও ‘খুশি’ সিনেমাটিও এই একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছিল। টি-সিরিজের ব্যানারে চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় দ্বৈত সংগীত পরিচালক অজয়-অতুল। 

উনিশ শতকের ভারতের সত্য ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘রণবালী’। মূলত ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের মধ্যবর্তী সময়ের ব্রিটিশ বিরোধী আন্দোলনের ছায়া অবলম্বনে এর গল্প সাজানো হয়েছে। সিনেমার নাম ঘোষণার পাশাপাশি একটি বিশেষ টিজার বা ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। যেখানে ব্রিটিশ শাসনামলের নির্মমতা এবং ঔপনিবেশিক শাসনের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে।

SN
আরও পড়ুন