ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে থাকায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এরই ধারাবাহিকতায় বিশ্ববাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়েছে।
বিশ্ববাজারে প্রথমবারের মতো সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা ও রুপা। প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্পট মার্কেটে সোনার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫৫৪ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছে। আগের দিনই সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫৯১ দশমিক ৬১ ডলারে পৌঁছায়। এর আগে সোমবার প্রথমবারের মতো ৫ হাজার ডলারের সীমা অতিক্রম করে সোনা। মাত্র চারটি সেশনে দাম বেড়েছে ৫০০ ডলারেরও বেশি।
আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা ক্রয়, ট্রেন্ড অনুসরণকারী তহবিলের সক্রিয়তা এবং নিরাপদ বিনিয়োগের প্রতি বাড়তি চাহিদা এই দামের উত্থান ঘটিয়েছে। দামের এই দ্রুত উত্থান ইঙ্গিত দিচ্ছে যে সাময়িক সংশোধন আসতে পারে, তবে ২০২৬ সাল পর্যন্ত সোনার বাজারে শক্ত ভিত বজায় থাকবে। ফলে দাম কমলে সেটি নতুন করে বিনিয়োগের সুযোগ হিসেবেই দেখা হবে।
অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ ধরা হয়। সুদের হার কম থাকলে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ২০২৫ সালে স্বর্ণের দাম ৬৪ শতাংশ বেড়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দাম বেড়েছে ২৫ শতাংশেরও বেশি।
এদিকে স্পট রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১১৮ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগে রুপার দাম রেকর্ড ১১৯ দশমিক ৩৪ ডলারে পৌঁছায়। একই সঙ্গে স্পট প্লাটিনামের দাম বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৬৯৭ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়ামের দাম বেড়ে হয়েছে প্রতি আউন্স ২ হাজার ৯১ দশমিক ১৫ ডলার।

