দেশে ফিরেছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটসাল দল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপের প্রথম আসরে শিরোপা জয়ী বাংলাদেশ দল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরেছে।

দেশে ফেরার পর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বাংলাদেশ নারী ফুটসাল দলের খেলোয়াড়রা। এরপর সেখান থেকে ছাদখোলা বাসে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটিকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় শিরোপা জয়ী দলটিকে।

২০২২ ও ২০২৪ সালে সাফ ফুটবলজয়ী নারী ফুটবল দলকেও এভাবেই বরণ করেছিল বাফুফে।

অ্যাম্ফিথিয়েটারের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক সাবিনা বলেন, ‘সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। ম্যাচ জেতার পর যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই, তখন দেশের মানুষের ভালো লাগা-ভালোবাসা দেখতে পাই। ওই জায়গা থেকেই মোটিভেশন আসে, মেয়েরা উৎসাহিত হয়। মেয়েদের খেলার আগ্রহ, জেতার আগ্রহ বাড়ে। সেই জায়গা থেকে এই ট্রফি দেশের মানুষের জন্য।’

প্রথমবারের মতো ফুটসাল চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশের নারীরা। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর ভুটানের সাথে দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকেও ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ এবং পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-৩ গোলে উড়িয়ে দেয় সাবিনা বাহিনী। 


পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ। সূত্র : বাসস

HN
আরও পড়ুন