বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ডা. জোবাইদা রহমান বলেছেন, প্রতিবন্ধীদেরও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আজকের শিশুরা আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক হবে। তাদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে।
শুক্রবার সকালে বগুড়ার শহরতলির ছিলিমপুরে চার তারকা হোটেল নাজ গার্ডেনে সিএসএফ গ্লোবাল আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণকালে এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমান ও তারেক রহমান উপস্থিত শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। ডা. জোবাইদা রহমান ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোরের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
এ সময় ওই শিশু কিশোররা নিজেদের তৈরি হস্তশিল্প পণ্য উপহার দেন ও ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গান গেয়ে শুনিয়েছেন। তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান গভীর মনোযোগ ও আগ্রহ নিয়ে প্রতিবন্ধীদের কথা শোনেন।
ডা. জোবাইদা রহমান বলেন, আজকে দুইজন শিশু বক্তব্য রাখলেন। তাদের মধ্যে একজন কবিতা লেখেন। জানলাম তিনি আইটি সেক্টরেও কাজ করছেন। আমি সত্যিই তাদের জ্ঞান এবং প্রতিভা দেখে মুগ্ধ। আশা করব- তারা ভবিষ্যতে আরও উন্নতি করবে। সবার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি যে, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। সুস্বাস্থ্য কিভাবে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে সে বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ডা. জোবাইদা রহমানের এ আন্তরিকতায় অভিভাবক ও উপস্থিত অতিথিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান ড. এমএ মুহিত, হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী মো. শোকরানা, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাফিন আহমেদ রন্টি, উপ-ব্যবস্থাপনা পরিচালক শররুখ আহমেদ রিকি, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ।
যে সরকারই আসুক, চীন-বাংলাদেশের মধ্যে কাজ চলমান থাকতে হবে
