বলিউড অভিনেতা সাইফ আলী খানকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে তাকে হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানা যায়নি। স্ত্রী করিনা কাপুর সাইফ আলী খানের সঙ্গে হাসপাতালে রয়েছেন।
সাইফ আলী খানের হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন ভক্তরা। তারা বলছেন, কী এমন হল ছোটে নবাবের? যে হাসপাতালে নিয়ে যেতে হলো। অনেক ভক্তই হতবাক!
অনেকে বলছেন, অভিনেতার হাঁটু এবং কাঁধে জোরালো আঘাত লেগেছে। এ কারণে অস্ত্রোপচার করা হয়েছে।
কেউ বলছেন, অনেকদিন ধরেই হাঁটু এবং কাঁধে ব্যথায় অস্ত্রোপচার করার কথা ছিল। শুটিংয়ের নানা ব্যস্ততার কারণে হাসপাতালে ভর্তি হতে পারেননি। ধীরে ধীরে তাঁর ব্যথা বেড়েছে। পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এই অভিনেতা।
সাইফ আলী খান গুরুতর চোট অনেকবারই পেয়েছেন। এর আগেও শ্যুটিংয়ের সময় বেশ কয়েকবার আহত হয়েছেন তিনি। রেঙ্গুন ছবির শ্যুটিং চলাকালীন সইফের বুড়ো আঙুলেও চোট লেগেছিল। এতে অস্ত্রোপচার করতে হয়েছিল।
