মালিতে সোনার খনি ধসে ৭৩ জনের মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ এএম

আফ্রিকার দেশ মালির একটি সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭৩ জনের মৃত্যু হয়েছে। গত ১৯ জানুয়ারি এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বুধবার (২৪ জানুয়ারি) এ খবর প্রকাশ করেছে। আফ্রিকার দেশগুলোতে অনেক সোনার খনি রয়েছে। প্রায়ই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়।

এবার খনির সুড়ঙ্গধসের ঘটনা ঘটেছে মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কানগাবা শহরে। এ দুর্ঘটনার শিকার সোনার খনির কর্মকর্তা ওমর সিদিবে বলেছেন, প্রথমে অনেক জোরে জোরে শব্দ হয়। এর পরপরই মাটি কেঁপে ওঠে। তখন ধসে পড়ে সুড়ঙ্গটি।

ওমর সিদিবে আরও বলেছেন, দুর্ঘটনার সময় খনিটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছিলেন। তাড়াহুড়ো করে অনেকে বেরিয়ে গেছে। তল্লাশি অভিযান শেষ হয়েছে। আমরা ৭৩ জনের মরদেহ উদ্ধার করেছি। সূত্র: এএফপি।

 

 

MB/SA
আরও পড়ুন